• +91 8100019296
  • +91 9064883515
  • support@cholopaltai.in

প্রতি বছর শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় রাখি বন্ধন উৎসব। এই দিনে বোনেরা তাদের ভাইয়ের কব্জিতে রাখি বাঁধেন। তাদের মিষ্টি খাওয়ান। অন্যদিকে, ভাইরা তাদের বোনদের রক্ষা করবে বলে প্রতিশ্রুতি দেয়। এই উৎসবকে ভাই-বোনের অটুট ভালোবাসা ও উৎসর্গের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়।

আমরা Cholo Paltai Foundation পক্ষ থেকে আজ অর্থাৎ ৩০-০৮-২০২৩ এ যে রাখি বন্ধন উৎসব পালন করলাম একটু ভিন্ন ভাবে সমাজে সব থেকে খারাপ চোখে দেখা হয় ব্রিহানাল্লা তাদের নিয়ে আমরা রাখি বন্ধন উৎসব পালন করলাম । তাদেরকে আমরা রাখি পড়ালাম এবং ওনারা আমাদের রাখি পরালেন এবং কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান কবিতা এবং নিত্য মধ্যে দিয়ে আজকের অনুষ্ঠান সফল ভাবে শেষ করলাম 

Recent Success Stories

Success Story Categories